বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিশ্বম্ভরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন একজন আটক 

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

বিশ্বম্ভরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন একজন আটক 

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে খুন করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক আসামি কালীপুরের মৃত আব্দুল জব্বারের ছেলে মহর আলী। 

সুত্রে জানাযায়, ২ ফেব্রুয়ারি দিনগত রাতে বিশ্বম্ভরপুর উপজেলা সলোকাবাদ ইউনিয়নের কালিপুর গ্রামের মো. মঞ্জু মিয়ার দোকানের সামনে  কালিপুর ডলুরা গ্রামের হামিজ উদ্দিনের ছেলে  হুমায়ুনকে ধারালো অস্ত্র দ্বারা খুন করেছে ওই গ্রামের মোহর আলীর পুত্র হযরত আলী।

বিশ্বম্ভরপুর থানা সূত্রে জানা যায়, হুমায়ুনদের সঙ্গে হযরত আলীদের সঙ্গে পূর্বে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে ই হুমায়ুনকে ছয়ফুল দিয়ে বুকে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বনিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ও অবস্থার পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে একটি হত্যামামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের অভিযান চলছে।

টিএইচ